এবার মাহমুদ আব্বাস সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে ফিলিস্তিনিরা। গত প্রায় ছয় দিন ধরে রাজপথে বিক্ষোভ-মিছিল করছে তারা। তবে এবার ইসরাইলের বিরুদ্ধে নয়। নিজ দেশের সরকারের পদত্যাগের দাবিতে। বিক্ষোভকারী ফিলিস্তিনিদের দাবি, ফিলিস্তিনে ইসরাইলের সহায়ক শক্তি হয়ে উঠেছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সরকার। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টিনিয়ান অথোরিটি বা পিএ) নামে একদিকে ইসরাইলি সেটেলারদের দখলদারিতে সহযোগিতা করছে। অপরদিকে নিজ নাগরিকদের ওপরই চালাচ্ছে ধরপাকড় ও দমন-পীড়ন। শুধু তাই নয়, বিরোধী নেতাদের পুলিশ হেফাজতে নিয়ে হত্যা করছে। নিজ দেশের প্রশাসনের এ অত্যাচার-নির্যাতনে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। সেই ক্ষোভের প্রকাশ ঘটছে রাজপথে। উত্তাল হয়ে উঠেছে অধিকৃত পশ্চিম তীর থেকে শুরু করে রামাল্লা, পূর্ব জেরুজালেম ও অবরুদ্ধ গাজা উপত্যকা পর্যন্ত। লাখো কণ্ঠে স্লোগান উঠছে ‘স্টেপ ডাউন, আব্বাস’ তথা ‘মাহমুদ আব্বাস সরকার, এই মুহূর্তে গদি ছাড়’।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn