এমপিদের যে নির্দেশ দিলেন শেখ হাসিনা
আরেক সংসদ সদস্য বলেন, নেত্রী বলেছেন, ছয় মাস পর পর জরিপ হচ্ছে। স্বচ্ছ ও জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার জন্য সবাইকে কাজ করতে বলেছেন শেখ হাসিনা। দলীয় সংসদ সদস্যদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শও শেখ হাসিনা দিয়েছেন বলে বৈঠকে অংশ নেওয়া আরেক নেতা জানান। তিনি বলেন, নেত্রী বলেছেন, যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে জনগণ তাদের ভোট দেবে না। আমরা জনগণের জন্য যে কাজ করেছি, তাতে আমরা আত্মবিশ্বাসী আগামী নির্বাচনেও আমরা ক্ষমতায় আসব। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধে নাশকতায় অগ্নিদগ্ধ হয়ে শতাধিক মানুষের মৃত্যু ঘটে। শেখ হাসিনার সভাপতিত্বে রাত পৌনে ৮টা থেকে দেড় ঘণ্টার বেশি সময় ধরে সংসদীয় দলের সভা চলে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, হুইপ আতিউর রহমান আতিক, এ কে এম শামীম ওসমান, আব্দুর রহমান বদি, অনুপম শাহজাহান জয়সহ বেশ কয়েকজন সংসদ সদস্য বক্তব্য রাখেন। বৈঠকে শামীম ওসমান জোট সরকারের আমলে নির্বাচনী এলাকায় নিজের টিকতে না পারার কথা বললে শেখ হাসিনা তার উপর উষ্মা প্রকাশ করেন বলে এক সংসদ সদস্য জানান। তিনি বলেন, শামীম ওসমান তার ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেছিলেন, ওই সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছিল। তখন নেত্রী কিছুটা উষ্মা প্রকাশ করে বলেন, পালিয়ে যেতে হবে কেন? ভালো কাজ করলে তো কাউকে পালাতে হয় না। এই বিষয়টি নিয়ে শামীম ওসমানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।