এলাকায় দুই দিন থেকে রাজনীতি হয় না -পীর মিসবাহ
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘এলাকায় দুই দিন এসে মানুষের সাথে কথা বলে এবং মাসে দুই দিনের রাজনীতি দিয়ে এলাকার উন্নয়ন করা যায় না।’ তিনি বলেন, ‘বিশ্বম্ভরপুর উপজেলায় ৪জন জনপ্রতিনিধিসহ বিভিন্ন এলাকার মানুষ জাতীয় পার্টিতে যোগদান করে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরের সংগঠনটিকে তারা বিকশিত করেছেন। সোমবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের জনতা বাজারে পলাশ ইউনিয়নের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও বিশ্বম্ভরপুর জাপার সাংগঠনিক সসম্পাদক আব্দুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির নেতা সাইফুর রহমান শমছু, জেলা জাপার যুগ্ম-আহবায়ক রশিদ আহমদ, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-আহবায়ক মনির উদ্দিন মনির ও গোলাম হোসেন অভি, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, জেলা যুব সংহতির যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টি নেতা ডা. চাঁন মিয়া, হাবিলদার মোর্শেদ, বিশ্বম্বরপুর উপজেলা যুব সংহতির আহবায়ক দক্ষিণ বাদাঘাট ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ, জাতীয় স্বেচ্ছা সেবকপার্টির সুনামগঞ্জ সদর উপজেলা আহবায়ক সাজিদুর রহমান সাজিদ, যুগ্ম-আহবায়ক এরশাদ আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক পার্টির নেতা সিরাজ মিয়া, পলাশ ইউপি জাপা সেক্রেটারী স্বপন পাল, যুব সংহতির যুগ্ম-আহবায়ক শওকত আলী, সদস্য সচিব মনির উদ্দিন, দক্ষিণ বাদাঘাট ইউপি সদস্য সুহেল মিয়া, এমদাদ মিয়া, ফতেপুর জাপার সভাপতি শিব্বির আহমদ লক্ষণশ্রী ইউপি জাপা আহবায়ক আব্দুল মান্নান, সুনামগঞ্জ সদর উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, হিফজুর মিয়া হোসেন আহমদ প্রমুখ। সভা শেষে জাতীয় পার্টিতে যোগদান করেন পলাশ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ, ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির ৯নং ওয়ার্ড সদস্য ওলী মিয়া, সাবেক ইউপি সদস্য রুপেন্দ্র দেবনাথ বেনু, তারা মিয়া, ফারুক মিয়া, বিল্টু কুমার দাসসহ শতাধিক লোক।