তারিক চয়ন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কূটনীতিক। তাদের মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়েনের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত রাষ্ট্রদূতরা। জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে লিখেছেনঃ

“স্বাগতিক দেশের রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা কূটনীতিকদের মূল কাজ। আজ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মাননীয় মন্ত্রী (ওবায়দুল) কাদেরের সাথে সহকর্মীদের সাথে নিয়ে ভালো বৈঠক হলো। ইইউ এবং সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার।” বৈঠকের একটি ছবি পোস্ট করে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন টুইটারে লিখেছেনঃ “কূটনীতিকরা স্বাগতিক দেশের পরিস্থিতি এবং উন্নয়ন সম্পর্কে গভীর ধারণা পেতে যতটা সম্ভব অংশীদারদের সাথে দেখা করতে চান এবং এর প্রয়োজন আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী (ওবায়দুল) কাদেরের সঙ্গে সহকর্মী জার্মান রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়েনের রাষ্ট্রদূতকে সাথে নিয়ে খুব ভালো বৈঠক হয়েছে।” উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়েনের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের উক্ত টুইটটি রিটুইট করেছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn