পাকিস্তানের হয়ে অভিষেকেই অসাধারণ পারফরমেন্স করায় ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটের জয় উপহার দিয়েছেন শাদাব খান। রোববার কেনসিংটন ওভালে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ এক জয়ের মাধ্যমে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। টস জয়ী পাকিস্তান প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়। নির্ধারিত ২০ ওভারে স্বাগতিকদের ইনিংস আট উইকেটে ১১১ রানে থেমে যায়। জবাবে সফরকারীরা তিন ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হবার পরে ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখলো পাকিস্তান। বাবর আজমকে সাথে নিয়ে শোয়েক মালিক চতুর্থ উইকেটে অপরাজিত ম্যাচজয়ী ৪৬ রানের পার্টানারশীপ গড়ে তুলে। শোয়েব ৩৮ রানে অপরাজিত ছিলেন। যদিও ছোট টার্গেটে খেলতে নেমেও পাকিস্তানের টপ অর্ডার নিজেদের মেলে ধরতে পারেনি।

পঞ্চম বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিং করতে এসে ১৮ বছর বয়সী লেগ ব্রেক শাদাব শেষ পর্যন্ত ৪ ওভাওে মাত্র ৭ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অভিষেকে কোন বোলারের জন্য এটাই সেরা বোলিং। ম্যাচ সেরা শাদাব বলেছেন, পাকিস্তান সুপার লীগে চলতি বছর আমি যথেষ্ট আত্মবিশ্বাস অর্জন করেছি। এখন শুধুমাত্র এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই এবং পাকিস্তানের হয়ে আরো বেশী অবদান রাখতে চাই। অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েইটের ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজ তিন অঙ্কের কোটা পার করতে পেরেছেন। কার্লোসের ব্যাট থেকে এসেছে সর্বাধিক অপরাজিত ৩৪ রান। বার্বাডিয়ান সতীর্থ জেসন হোল্ডারকে সাথে নিয়ে অষ্টম উইকেটে ক্যারিবীয় অধিনায়ক ৩৭ রানের পার্টনারশীপ গড়ে তুলেন। ওপেনিং ব্যাটসম্যান ও উইকেটরক্ষক চাদউইক ওয়ালটন ও বিপদজনক মিডল অর্ডার ব্যাটসম্যান লেন্ডল সিমন্সকে নিজের প্রথম ওভারেই তুলে নেন শাদাব। এরপর দ্বিতীয় ওভারে কিয়েরন পোলার্ডকে ফিরিয়ে দেন।

তিন বছর অনুপস্থিত থাকার পরে টি-টোয়েন্টি জাতীয় দলে ফিরেেেছন কামরান আকমল। পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকদের বিপদ শুরু হয় তৃতীয় ওভারে এভিন লুইসের রান আউটের পরে। দ্বিতীয় রান নেবার সময় আহমেদ শেহজাদ ৪০ মিটার থেকে সরাসরি উইকেট ভেঙ্গে দিলে স্বাগতিকরা বিপদে পড়ে। পাকিস্তানী স্পিনার ইমাদ ওয়াসিমের বলে এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে যান মারলন স্যামুয়েলস। তারপরেও ধৈর্য্যের অভাব ও বাজে শট নির্বাচনই ওয়েস্ট ইন্ডিজকে বেশীদুর এগুতে দেয়নি। পাকিস্তানের হয়ে অভিষেকটা শাদাবের স্মরণীয় হয়ে থাকলেও ক্যারিয়ারে নিজের প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের রোভমান পাওয়েল। এক বছরের জন্য নিষিদ্ধ অল রাউন্ডার আন্দ্রে রাসেলের স্থানে পাওয়েলকে দলে নেয়া হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর 

ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১১১, ২০ ওভার (ব্র্যাথওয়েইট ৩৪, ওয়ালটন ১৮: শাদাব ৩-৭, ওয়াসিম ১-১২)
পাকিস্তান ৪ উইকেটে ১১৫, ১৭.১ ওভার (শোয়েব ৩৮, বাবর ২৯: হোল্ডার ২-১৭)
ম্যান অব দ্য ম্যাচ : শাদাব খান (পাকিস্তান)
ফল : পাকিস্তান ৬ উইকেট জয়ী

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn