কারিগরি শিক্ষা খাতে ৩৪৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে চীন সরকার। কারিগরি শিক্ষায় এতো সংখ্যক শিক্ষার্থী এর আগে কখনো বৃত্তি পায়নি। শিক্ষার্থীরা বলছে, দেশের প্রতিনিধিত্ব করার এটাই সবচেয়ে বড় সুযোগ। রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে স্কলারশিপপ্রাপ্ত এই শিক্ষার্থীদের অরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করে কারিগরি শিক্ষা অধিদফতর।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কারিগরি ও মাদ্রাসা শিক্ষাসচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের কারিগরি শিক্ষা অত্যন্ত পিছিয়ে ছিল। ২০০৯ এর পূর্বে কারিগরি শিক্ষার এনরোলমেন্ট ছিল ১ শতাংশের নিচে।  সরকারের নানামুখী উদ্যোগের ফলে বর্তমানে তা ১৪ শতাংশে উন্নীত হয়েছে। তিনি বলেন, সরকার আগামী ২০২০ সালের মধ্যে এ হার ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। এজন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, কারিগরি শিক্ষাকে উৎসাহ দিতে বৃত্তি দিচ্ছে চীন সরকার। পলিটেকনিক শিক্ষার্থীদের বাছাই করে প্রায় সাড়ে ৩৫০ জনকে বৃত্তি দিয়েছে চীন। এর মধ্যে ৩১ জন ছাত্রী। চীনের ১০টি সেরা ভোকেশনাল কলেজে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করবে তারা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn