যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ ৩৭ জন নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার বিকালে নাভারন হাসান মার্কেটের দোতলায় বিএনপির অফিসে সাংগঠনিক সভা চলাকালে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম তরফদার, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও মাসুদুর রহমান মিলন, প্রচার সম্পাদক হিবজুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। যশোর ডিবি পুলিশের ওসি ইমাউল হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে উপজেলা বিএনপির নাভারন অফিসে সভা করা হচ্ছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় আবুল হাসান জহিরসহ উপজেলা পর্যায়ের ৩৭ জন নেতাকর্মীকে অনেকগুলো বোমাসহ আটক করা হয়। তবে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেন, দলের উপজেলা কমিটি পুনর্গঠন ও ২৬ মার্চ পালন করার ব্যাপারে নেতাকর্মীরা বৈঠক করছিলেন। সেখান থেকে ডিবি পুলিশ ৩৭ নেতাকর্মীকে আটক করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘নাশকতা সৃষ্টির গোপন মিটিং কি কেউ প্রকাশ্যে কোনো মার্কেটে করে?’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn