কিউইদের কাছ টাইগারদর হার
ডাবলিন: ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কিউইদের শুরুটা ছিল কিছুটা আক্রমণাত্মক। দ্রুত রান তোলার ওপর জোর দেন দুই ওপেনার।তবে ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান কিউই শিবিরে প্রথম আঘাত হানেন। ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে লুক রঞ্চিকে (২৭) রীতিমতো বিভ্রান্ত করে সাজঘরে ফেরান তিনি। এরপর সাব্বির রহমানের থ্রোতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন জর্জ ওয়ার্কার (১৭)। কিন্তু তারপরও কিউইদের রানের গতি থামানো যাচ্ছিল না। টম লাথামের অর্ধশতকে দৃঢ় অবস্থানে পৌঁছে যায় তারা।
পরে রুবেল হোসেনের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা পড়েন কিউই অধিনায়ক। কিন্তু ততক্ষণে তার নামের পাশে ৫৪ রান যোগ হয়। এর মধ্যে ৩টি চার ও ১টি ছয়ের মার রয়েছে। এরপর দীর্ঘক্ষণ পর ইনিংসের ৩১তম ওভারের তৃতীয় বলে মোস্তাফিজের দ্বিতীয় শিকার হন রস টেইলর। এলবিডাব্লুউ হয়ে সাজঘরে ফেরার আগে ৪০ বলে ২৫ রান সংগ্রহ করেন তিনি। এর আগে বুধবার আয়ারল্যান্ডের ডাবলিনে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান করে। টাইগারদের পক্ষে সৌম্য সরকার (৬১), মুশফিকুর রহিম (৫৫) ও মাহমুদউল্লাহ রিয়াদের (৫১) অর্ধশতক করেন। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৪১ রান। কিউইদের হয়ে হামিশ বেনেট ৩১ রানে ৩টি উইকেট নেন। আর ২টি করে উইকেট পান জেমস নিশাম আর ইস সোধি। বাকি উইকেটটি নেন স্যান্টনার। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।