কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে মিছিল করেছে প্রগতিশীল সংগঠনসমূহ। বুধবার রাতে মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বন্দর গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, ছাত্র ইউনিয়নের সংগঠক মনীষা ওয়াহিদ।

এ সময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণজাগরন মঞ্চ সিলেটের সমন্বয়ক দেবাশীষ দেবু প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘নানা অজুহাত তৈরি করে সংখ্যালঘুদের উপর মামলা-নির্যাতনের ঘটনা বিভিন্ন সময় ঘটেছে। তেমনি এবারেও পূজা মন্ডপে কল্পিত কোরান শরীফের অবমাননার গুজব ছড়ানো হয়েছে। এ প্রেক্ষিতে বিভিন্ন পূজা মন্ডপে হামলা ও ভাংচুরেরর ঘটনা ঘটেছে । ঘটনার পর সরকারের ও প্রশাসনের প্রেস নোটের বক্তব্যও অস্পষ্ট। নেতৃবৃন্দ কুমিল্লায় পূজা মন্ডপে হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।’ একই সাথে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সারদ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn