কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দল হারলেও সরকার জিতেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা বলেন। তিনি আরও বলেন,  আওয়ামী লীগে অনৈক্য থাকায় কুমিল্লার সিটি নির্বাচনে দল হেরেছে, তবে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে। আর এ কারণে সরকার জিতেছে। সম্প্রতি জঙ্গিবাদের বিস্তার প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি বড় রাজনৈতিক দল জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়। তবে সরকার এই জঙ্গিবাদকে পরোয়া করে না। সাম্প্রদায়িক উগ্রবাদকে মোকাবেলা করার শক্তি সরকারের আছে।

এসময় সাংবাদিকদের মন্ত্রী জানান, ১৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভুলতা ফ্লাইওভার আগামী জুন মাসে জন সাধারণের জন্য খুলে দেওয়া হবে।এই ফ্লাইওভার চালু হলে ঢাকা-সিলেট ও ঢাকা বাইপাস এশিয়া মহাসড়কের যানজট নিরসন হবে। এছাড়াও এই মহাসড়কে চিহ্নিত ১৪৪টি ব্ল্যাক স্পট সংস্কারের কাজও জুন মাসের মধ্যে শেষ হওয়ার আশা প্রকাশ করেন  সেতু মন্ত্রী। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn