কুমিল্লা নামে বিভাগ করতে প্রধানমন্ত্রীর আপত্তি

দেশের ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলকে নিয়ে পদ্মা ও মেঘনা নামে পৃথক দুটি বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ফরিদপুর বিভাগ হবে পদ্মার নামে ও কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে। কুমিল্লা নামের সঙ্গে বঙ্গবন্ধু হত্যার কুশীলব ও খুনি খন্দকার মোশতাকের নাম জড়িত। এ জন্য এ নামে বিভাগ হবে না বলে জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিভাগের বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। দুটি নদীর নামে দুটি বিভাগ বানাব। একটা পদ্মা অন্যটা মেঘনা। এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার দাবি জানান কুমিল্লা নামে বিভাগ দেওয়ার। কিন্তু প্রধানমন্ত্রী এর বিরোধিতা করেন। বলেন, ‘কু’ নাম দেব না। কুমিল্লা নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত।

সরকার প্রধান বলেন, কুমিল্লার নাম নিলেই মোশতাকের নাম মনে পড়ে যায়। তাই কুমিল্লার নাম আসবে না। এ ছাড়া অন্যান্য জেলাও চাইবে তাদের নামে হোক। তাই কুমিল্লা বিভাগের নাম হবে মেঘনা। এটা আমার প্রস্তাব। তা ছাড়া ফরিদপুরের নামেও বিভাগ দিচ্ছি না। ফরিদপুর বিভাগ হবে পদ্মা নামে।

সাংসদ বাহার বারবার কুমিল্লার নামে বিভাগ করার দাবি জানাতে থাকলে এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লার নামে বিভাগ দিলে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীরা মানবে না। এসময় সাংসদ বাহার জানতে চেয়ে বলেন, এসব জেলার মানুষরা কি বলেছে তারা মানবে না? জবাবে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ তাদের সাথে কথা হয়েছে। কুমিল্লা নাম দিতে গেলে তারাও নিজেদের জেলার নামে বিভাগ চাইবে। প্রধানমন্ত্রী সাংসদ বাহারকে উদ্দেশ্য করে বলেন, বিভাগ চাইলে মেঘনা নামেই হবে। অন্যথায় হবে না। এসময় মুক্তিযুদ্ধের একটি স্লোগান ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ গেয়ে শোনান প্রধানমন্ত্রী সূত্র : ঢাকাপোস্ট

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর