আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, কুশিয়ারা অঞ্চলের মানুষ অবহেলিত ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ অঞ্চলের উন্নয়নের বিপ্লব ঘটেছে। বিএনপি-জামায়াত সরকারের আমলে শুধু উন্নয়নের স্লোগান দিয়ে দেশে লুটপাট নৈরাজ্য চালিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতার আসার পর থেকে দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
 বুধবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার ভাদেশ্বরের কুশিয়ারা অঞ্চলের মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার তিনটি নতুন ভবনের উদ্বোধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। শিক্ষামন্ত্রী বিএনপির শরীক দল জামায়াত ইসলামের সমালোচনা করে বলেন, ওরা দেশে আল্লাহ আইন চালুর দোহাই দিয়ে দেশের সহজ সরল মানুষকে ধোঁকা দিয়েছিল। তারা বলতো, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে নাকি দেশে মাদ্রাসা থাকবে না। ওরা মাদ্রাসার উন্নয়ন করাতো দূরের কথা, একটা ইটও লাগায়নি। মাদ্রাসা ও স্কুল কলেজে যা উন্নয়ন হয়েছে, তা সবই আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বিগত বন্যায় গোলাপগঞ্জের রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু সরকারের আন্তরিকতায় অল্প সময়ের মধ্যে তা সংস্কার করে জনগণের ভোগান্তি দূর করা হচ্ছে। সরকারের প্রথম লক্ষ্য ছিল শিক্ষার অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টি করা। আমরা এক্ষেত্রে অনেকটা সফল হয়েছি। গোলাপগঞ্জে খুব শীঘ্রই টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হবে আশ্বাস প্রদান করে তিনি বলেন, আমাদের উপজেলার এ কলেজ প্রতিষ্ঠা হলে নতুন প্রজন্ম তথ্য প্রযুক্তির জ্ঞানে আলোকিত হবে। ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহিন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সয়েফ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মীরগঞ্জ মাদ্রাসার সুপার আরিফ বিল্লাহ, সহসুপার আব্দুল ওয়াদুদ, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল মিয়া, মীরগঞ্জ মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল খালেক, মাওলানা খলিলুর রহমান, আব্দুছ সোবহান প্রমুখ।এছাড়াও শিক্ষামন্ত্রী ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে ভাদেশ্বর-মিরগঞ্জ-মানিকোনা-ফেঞ্চুগঞ্জ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন, ৫ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার দাউদপুর-ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন সহ বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn