বার্তা ডেস্ক :: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই মানুষের মেধার বিকল্প হতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের ধনকুবের ও রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি। তার মতে, মানব মেধার উপর ভিত্তি করেই একটি দেশকে এগিয়ে যেতে হবে। রেসপন্সিবল এআই ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট সামিট (আরএআইএসই) ২০২০-তে মুকেশ বলেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রযুক্তি জটিল সমস্যাগুলির সমাধান করবে। আমাদের ক্ষমতাকে আরও বেশি করে প্রসারিত করবে। কিন্তু তাই বলে এগুলো মানুষের মেধা বিকল্প কখনোই নয়। তার মতে, এআইয়ের জন্য কাঁচামাল হচ্ছে ডেটা। বুদ্ধিমান ডেটা ডিজিটাল মূলধন। এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। আগামীতে একটি দেশ ডিজিটাল পুঁজিকে ভরে করে প্রতিযোগিতায় সামিল হবে। তিনি মনে করেন, ডিজিটাল পুঁজিকে ব্যবহার করে আগামী দিনে অর্থনৈতিক বিকাশ, বৃহত্তর সমৃদ্ধি, বিপুল কর্মসংস্থানের সুযোগ এবং জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে আরও প্রসারিত হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn