একে কুদরত পাশা-
নির্বাচিত হয়েই কৃষকদের পাশে এসে দাড়িয়েছেন দাড়িয়েছেন সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। রাত থেকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বরাম হাওরের তুফানখালি বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢকুছে। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর তিনি স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের লোকদের নিয়ে বাঁধে ছুটে যান। কৃষতদের যুদ্ধ চলছে বাঁধ রক্ষার জন্য। নবনির্বাচিত এমপিকে পাশে পেয়ে কৃষকরা যতটা আনন্দিন ততটা তারা রাগান্মিত। তাদের অভিযোগ সরকারের লোকেদের বাঁধ বানিজ্যের ফলে আছকে কৃষকের চোখের সামনে কাচা-পাকা ধান তলিয়ে যাচ্ছে। এমপির প্রতিনিধি না দেওয়ায় সঠিক সময়ে বাঁধের কাজ শুরু হয়নি। দায়সারভাবে বাঁধে কিছু মাটি ফেলাহলে বৃষ্টির পানিতে তা ভেসে যাচ্ছে। এ সময় নব নির্বাচিত এমপি তাদের সমবেদনা জানান এবং কৃষকদের এই দুর্দশা সরকারের উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়ে সহায়তার আশ্বাস দেন। শুক্রবার সকালে তুফানখালি বাধ পরিদর্শনের সময় জয়া সেন গুপ্তার সাথে ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও দিরাই পৌরসভার প্রথম মেয়র আজিজুর রহমান বুলবুল, পৌর মেয়র মোশারফ মিয়া, দিরাই উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাবেল প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn