কৃষিমন্ত্রীকে ফসলহানীর কথা অবহিত করলেন ব্যারিস্টার ইমন
জেলার ফসলহানির ঘটনা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অবহিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। বুধবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় তিনি অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি, ঠিকাদার ও পাউবো কর্মকর্তাদের সীমাহীন অনিয়ম, দুর্নীতির কারণে জেলাবাসীর একমাত্র বোরো ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা মন্ত্রীকে অবহিত করেন। ফসল রক্ষা বাঁধ নির্মাণে পাউবোর গফিলতি জন্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অনিয়ম দুনীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, সুনামগঞ্জকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। প্রশাসনিক ক্ষয়ক্ষতির তালিকা নির্ণয়ের পর ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সব সময় প্রস্তুত।