কেন্দ্রীয় কৃষক নেত্রী শামীমা’র ক্ষতিগ্রস্থ হাওর পরিদর্শন
কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী শামীমা শাহরীয়ার বন্যায় ক্ষতিগ্রস্থ জেলার বিভিন্ন হাওর পরিদর্শন করে তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, জেলার প্রায় ৪০ ভাগ ফসল তলিয়ে গেছে। এখনো প্রায় ৬০ ভাগ ফসল রক্ষা করা যাবে যদি আর বৃষ্টি না হয়। তবে জরুরী ব্যবস্থা নিতেই হবে। এই তথ্যটা তিনি জানিয়েছেন সরকারের উচ্চ মহলে। তিনি বলেন ‘জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগরের পাকনা হাওর,হালির হাওর, সুনামড়ল হাওর, কালিয়ানি, লুইংগার হাওড়, ইয়ারন হাওড়, বাইঞ্চাপড়া হাওড়, গোরমা হাওরের হাজার হাজার জনগনের দাবী হলো যতটুকু ফসল এখনো আছে তাই রক্ষা করার ব্যবস্থা নিন। জনগনের দাবীর সাথে একসুরে সুর মিলিয়ে তিনি বলেন, ‘মাননীয় সাংসদগন আপনারা একসাথে বসুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বাস্তব অবস্থাটা বলুন। প্রশাসনকে জরুরী ব্যবস্থা নিতে কাজে লাগান। প্লীজ।‘
হাওর পরিদর্শন কালে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে তার সাথে ছিলেন জেলা পরিষদ সদস্য সেলিনা বেগম, আওয়ামীলীগ নেতা রঞ্জু চক্রবর্তী , তফাজ্জুল হোসেন শানু, নুরুল হোসেন, রফিক মিয়া, ইলিয়াস, নিপেন্দু রায়, আব্দুস শহীদ আজাদ, মীনাদে, আব্দুররব, কৃষকলীগ নেতা রুহুল আমীন খান, এনামুল হক, জীবন মিয়া, আজিমুল হক আজিম, গোপেশ তালুকদার,কমিউনিস্ট নেতা গোপেশ চন্দ্র সরকার, যুবলীগ নেতা সজলু, রিংকু সরকার, মিয়া হোসেন, অমৃত জ্যোতি, প্রান গোপাল, আরিফ খান, রাজকুমার ও ছাত্রনেতা প্রবাল সিন্ধু প্রমুখ।