বার্তা ডেস্ক :: কোচ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (সিআরপিএফ) এক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ভারতীয় এক নারী অ্যাথলেট। ৩০ বছর বয়সী ওই নারী কোচ সুরজিত সিং ও সিআরপিএফ কর্মকর্তা ডিআইজি খাজান সিংয়ের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্তার অভিযোগে দিল্লির নজফগড়ের বাবা হরিদাস থানায় ৩ ডিসেম্বর এফআইআর করেছেন। ওই নারী কুস্তিগীর বলেছেন, খাজান সিংয়ের কথাতেই কাজ করেন সুরজিত সিং। দলের নারী খেলোয়াড়দের বাধ্য করা হতো খাজানের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য। তিনিও আমাকে অশ্লীল মেসেজ পাঠাতেন। ফোন করে আমার সঙ্গে অশ্লীল কথা বলারও চেষ্টা করেছেন।
অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালের অক্টোবর এবং নভেম্বরে নির্যাতিতাকে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে খাজান এবং সুরজিত তাকে তিন দিন ধরে ধর্ষণ করেন। পাঞ্জাবের ভাটিন্ডার বাসিন্দা ওই নারী কুস্তিগীর মাতৃত্বকালীন ছুটির পর ফিরে এসে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সিআরপিএফের মুখপাত্র এম ধিনাকরন। তিনি বলেছেন, খাজান সিংয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। এফআইআর করা হয়েছে। খুব গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। তদন্তে সবরকম সাহায্য করা হবে সিআরপিএফের তরফ থেকে।-যুগান্তর
সংবাদ টি পড়া হয়েছে :
৬৩ বার