কোনো ষড়যন্ত্রই পরিকল্পিত উন্নয়নের ধারা ব্যাহত করতে পারবে না : এমপি মানিক
ছাতক-দোয়ারাবাজার এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন- শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন লন্ডনে বসে খালেদা জিয়া দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। কোন ষড়যন্ত্রই পরিকল্পিত উন্নয়নের ধারা ব্যাহত করতে পারবে না। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক উন্নয়ন এখন দেশবাসী ভোগ করছে। বিগত খালেদা জিয়ার সরকারের সময় বিদ্যুতের দাবিতে মানুষ আন্দোলন করে মরতে হয়েছে। এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে বিদ্যুতের দাবি করতে হয় না। বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য এখন ঘরে-ঘরে কর্তৃপক্ষ গিয়ে খোঁজ নিচ্ছে। ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১ নিয়ে বিরোধীরা এক সময় বিরূপ মন্তব্য করেছে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশের সুফল তারাই সানন্দে ভোগ করছে এবং শেখ হাসিনার পথ অনুস্মরণ করেন ভিশন ২০৩০ ঘোষণা করেছেন। তিনি ছাতক-দোয়ারার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন- বিগত ৮ বছরে ছাতক-দোয়ারাবাজার উপজেলায় প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। প্রতিটি গ্রাম বিদ্যুতায়নের কাজ প্রায় সম্পন্নের পথে। ২০১৮ সালের মধ্যে ছাতক-দোয়ারার প্রতিটি ঘর বিদুতের আলো পৌঁছে দেয়া হবে।
রবিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন মুহিবুর রহমান মানিক এমপি ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন। কালারুকা ইউনিয়ন আ’লীগের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে এমপি মানিক আরো বলেন- যুবলীগ হচ্ছে আ.লীগের চালিকা শক্তি। দেশের সকল রাজনৈতক ও অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে অগ্র সৈনিকের ভুমিকায় ছিল যুবলীগ। অতীতের সকল জাতীয় নির্বাচনে যুবলীগের অবদান অপরিসীম। এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে যুবলীগকে মাঠে কাজ করার আহবান তিনি। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আবু সাদাত লাহিন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আওলাদ আলী মাস্টার, গয়াছ আহমদ, মুরাদ হোসেন, আব্দুল মছব্বির, দোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী রানা, সাবেক চেয়ারম্যান আরজক আলী, ফজর উদ্দিন, আ’লীগ নেতা হাবিবুর রহমান মশরফ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আ’লীগ নেতা আফজাল হোসেন, আব্দুল আউয়াল, রফিকুল ইসলাম, সদরুল ইসলাম মেম্বার, গিয়াস উদ্দিন, হাজী আব্দুল করিম মেম্বার, মাফিজ আলী, আব্দুল খালিক, ফারুক আহমদ সরকুম, জিতু মিয়া, আব্দুল করিম, রফিকুল ইসলাম কিরন, রশিদ আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি বাবুল রায়। এছাড়াও বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ছাদেক আহমদ সাবু, ছাব্বির আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এম রশিদ আহমদ, রাজু আহমদ রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শামীম তালুকদার, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম ফজল, উপজেলা যুবলীগ নেতা ওবায়দুর রউফ বাবলু, হারুন মিয়া, আবু বক্কর রাজা, দিলোয়ার মাহমুদ বক্স জুয়েল, বিমান ঘোষ, এম লায়েক মিয়া, পৌর যুবলীগের আহবায়ক সুহেল মাহমুদ, জেলা ছাত্রলীগ নেতা কৃপেশ চন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা ফজলু মিয়া মেম্বার, আকল আলী মেম্বার, কবির মিয়া মেম্বার, ইঞ্জিনিয়ার মামুন আহমদ, সাবেক মেম্বার মামুন আহমদ, সাব্বির আহমদ, সেলিম মিয়া, আলী হোসেন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, ছাদির মিয়া, বিশ্বজিৎ ঘোষ বিশ্ব, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমির উদ্দিন, সাধারন সম্পাদক মাহতাব উদ্দিন রাজু প্রমুখ। সম্মেলনের শুরুতে পবিত্র কোরান তেলোয়াত করেন মাওলানা আব্দুস সালাম ও পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট শংকর দেব।