ক্রমশই ফেইসবুক হয়ে উঠছে যুবকদের অপরাধের বিচরণ ক্ষেত্র
তথ্য প্রযুক্তি নির্ভর পৃথিবীর উল্লেখযোগ্য দেশ গোলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। যার ফলে দেশের শিক্ষা দিক্ষা. সংস্কৃতি . স্বাস্হ সেবা. দেশি বিদেশি বিনোয়োগ সহ সকল ক্ষেত্রেই মানোন্নয়ন হওয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার. এখন (ই লার্নিং) এর মাধ্যমেই বিশ্ব বিখ্যাত ভার্সিটি গোলোতে ঘড়ে বসেই পড়ার সূযোগ পাচ্ছি.( ই কমার্সের) মাধ্যমে ঘরে বসেই বেচা কেনা করতে পারছি( আউট সোর্সসিং) মাধ্যমে বেকারত্ব দূর করছি. এমন কি নিজের ঘড়ে বসেই দেশে বিদেশে আত্বিয় স্বজনদের সাথে অডিও ভিডিও চেটিং করছি. দূরে থেকেও দূরের অনুভূতিটা মনেই আসছেনা. ফলে পূরো পৃথিবীটা এখন গ্লোভাল ভিলেইজে পরিনত হচ্ছে।
কিন্তু এত সূযোগ সূবিধা
সমূহের পাশাপাশি (ক্রাইম) অপরাধের মাত্রাটাও বেড়ে গিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে তা বলার উপেক্ষা রাখেনা । ভিবিন্ন বিশ্ব বিদ্যালয়ের প্রভেসর. অধ্যাপকদের টকশোর ভিডিও. রাজনৈতিক নেতাদের ভিডিও. মাদরাসার আলেম উলামাদের ওয়াজের ভিডিওকে চাটকাট করে তাদের নামে চালাচ্ছে নানা ধরনের অপপ্রচার. যার আধৌও কোন ভিত্তি নেই। যদিও এ বিষয়ে বাংলাদেশে কারাদন্ড ও অর্থদন্ড উভয় ধরনের শাস্তির আইন রয়েছে। তবুও দেখা যায় . কেউ না জেনে. বা কেউ জেনে শুনে এমন আইনকে বৃদ্যাঙ্গোলি দেখিয়ে কারু সাথে মন্ মালিন্যতা দেখা দিচ্ছেত. টেকনাফ-তেতুলিয়া. নেএকোনা – কিশোরগঞ্জ. দেশ – বিদেশে. সামাজিক যোগাযোগ মাধ্যমগগুলো ফেইসবুক. ইউটেব. টুইটর ইত্যাদির মাধ্যমে অশ্লীলতা প্রদর্শন করে. গালমন্দ. হুমকি ধকমি সহ নানা অপরাধের মাধ্যমে তাকে গায়েল করার চেষ্ঠা করছে। যার ফলে নিজের অবক্ষয়ের পাশাপাশি দেশ ও জাতিকেও ধং্বসের দিকে নিয়ে যাচ্ছে ।