ক্ষতিকর কোনটি ফেসবুক নাকি ভারতীয় সিরিয়াল?
গভীর রাতের ফেসবুক নাকি সন্ধ্যার ভারতীয় সিরিয়াল কোনটি বেশি ক্ষতিকর? এমন আলোচনা এখন সর্বত্র। রাত জেগে ফেসবুক ব্যবহার করায় শিক্ষার্থীদের লেখাপড়া ও তরুণদের কর্মক্ষমতা কমছে এ বিষয়টি বিবেচনা করে সরকার রাতে ৬ ঘণ্টা ফেসবুক বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়েছে। দিনভর এ নিয়ে নানা সমালোচনা দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে। শুধু তাই নয় ভারতীয় সিরিয়ালের ব্যাপারেও সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী কেউ কেউ। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে এমন খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় ওঠে। প্রতিক্রিয়ায় সাংবাদিক আহমেদ নূর তার ফেসবুক স্টাটাসে লিখেছেন, ‘রাতে ৬ ঘণ্টা ফেসবুক বন্ধ করার চেয়ে সন্ধ্যায় দেশে ভারতীয় সিরিয়াল বন্ধে পদক্ষেপ নেওয়া জরুরি। করণ, অনেক মায়েরা ভারতীয় সিরিয়ালের দেখতে গিয়ে বাচ্চাদের সময় দেন না। এতে বাচ্চদের পড়ালেখায় বিঘœ ঘটে।’ শাহনেওয়াজ সুমন নামের আরেক জন তার ফেসবুক স্টাটাসে লিখেছেন, ‘মধ্যরাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ না করে, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২ টা পযর্ন্ত স্টার জলসা-জি বাংলা বন্ধ করা হোকৃ! এতে জাতির উপকার হবে, কর্মক্ষমতা বাড়বে সবার।’ এ বিষয়ে ঢাকা কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহমুদ জিসান বলেন, ‘ফেসবুক থেকে ভারতীয় সিরিয়াল বেশি ক্ষতি করছে। আমি ব্যক্তিগতভাবে রাতে ফেসবুক বন্ধের বিরোধিতা করছি না। কিন্তু গভীর রাতের ফেসবুক বন্ধের আগে ভারতীয় সিরিয়াল আগে বন্ধ করা দরকার। ভারতীয় সিরিয়াল দেখার ফলে বাচ্চারা দেশের সাংস্কৃতি ভুলে যাচ্ছে।’
মাসুদ রানা নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘ফেসবুক বন্ধ করার সিদ্ধান্ত সরকারের একটি অযৌক্তিক সিদ্ধান্ত। যেটা বেশি ক্ষতি করছে সেটার বিষয়ে সরকারের কোনো নজর নেই। ভারতীয় সিরিয়ালের কারণে ছোট ছোট শিশুরা অপসংস্কৃতি শিখছে।’ ফেসবুক নাকি ভারতীয় সিরিয়াল কোনটি বেশি ক্ষতিকর এ বিষয়ে জানাতে চাওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদের সাথে। তিনি বলেন, ‘গভীর রাতে ফেসবুক বন্ধের সিদ্ধান্ত যদি সরকার নিয়ে থাকে তাহলে আমাদের তো কিছু করার নেই। তবে ফেসবুক এখন একটা অনেক বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এখন ফেসবুকের মাধ্যমে জানাজানি হয়। আমি সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক হিসেবে আমি ফেসবুক বন্ধের পক্ষে না। তবে ভারতীয় সিরিয়াল আমাদের দেশের অনেক বড় ক্ষতি করছে। সরকারের উচিৎ হবে আগে ভারতীয় সিরিয়াল বন্ধ করা।’ এ বিষয়ে জানাতে চাওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা বলেন, ‘সরকার যদি গভীর রাতে ফেসবুক বন্ধ করার সিদ্ধান্ত নেয় সেটা খুব একটা অযৌক্তিক না। আমি মনে করি এটি একটি ভালো সিদ্ধান্ত। তবে ফেসবুকের চেয়ে ভারতীয় সিরিয়াল বেশি ক্ষতি করছে। ফেসবুকে তো কিছু ভালো দিক আছে। কিন্তু ভারতীয় সিরিয়ালের তো সবই খারাপ। আমি বলবো খুব তাড়াতাড়ি ভারতীয় সিরিয়াল বন্ধ করে দেওয়া হোক।’ এদিকে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে জানানো হয়েছে, সরকার ফেসবুক বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরটি নিছক গুজব।