দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেহে স্লো পয়জনিং করা হয়েছে কি না, সে সন্দেহ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানো ও তার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ সন্দেহ করেন। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন জানিয়ে তাকে দ্রুত বিদেশ পাঠাতে জোর তৎপরতা চালাচ্ছে বিএনপি।

জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বৃহস্পতিবারের সমাবেশে ফখরুল বলেন, ‘যারা গুম-খুন করছে, ৩৫ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদের দ্বারা স্লো পয়জনিং কোনো কিছু অসম্ভব নয়।’ একজনের কারণে খালেদা জিয়াকে বিদেশ পাঠানো যাচ্ছে না অভিযোগ করে ফখরুল বলেন, ‘মন্ত্রীরা চাইলেও একজনের কারণে বিদেশ যেতে পারছেন না খালেদা জিয়া। মন্ত্রীরা বলছেন, জনগণ বলছে; সবাই বলছে বিদেশি চাপ আছে, কিন্তু তিনি কারও কথা শুনছেন না। শুধু প্রতিহিংসার কারণে তিনি কারও কথা শুনছেন না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া এতটাই অসুস্থ, তাকে দেশে চিকিৎসা দেয়া সম্ভব হবে না। খালেদা জিয়াকে রাজনীতি থেকে শুধু নয়, তাকে জীবন থেকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে সরকার।’ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘পরিত্যক্ত কারাগারে রেখে খালেদা জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে সরকার। হাসপাতালে রেখেও উন্নত চিকিৎসার ব্যবস্থা না করায় আজ দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়েছেন।’ সমাবেশ থেকে হরতাল ঘোষণার আহ্বান জানানো হয়। এতে ফখরুল কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হতে হবে; কৌশলগতভাবে কর্মসূচি পালন করতে হবে। সবাইকে রাস্তায় নামতে হবে।

‘ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য সরকারকে বাধ্য করা হবে।’ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, কেন্দ্রীয় নেতা এসএম জাহাঙ্গীর, কামাল আনোয়ার আহমেদ, গিয়াসউদ্দিন আল মামুনসহ অনেকে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn