খালেদা জিয়ার প্রস্তাব দেশের জন্য ভালো: মুহিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন-২০৩০’ দেশের জন্য ভালো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১১ মে বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ১০ মে বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া্ ‘ভিশন-২০৩০’ ঘোষণা করেন। ঘোষণায় অর্থনৈতিক উন্নয়নসহ নানাখাতে পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, খালেদা জিয়ার প্রস্তাব দেশের জন্য ভালো। ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পূর্ববর্তী এক বিশেষ আলোচনায় তিনি এ কথা বলেন। আগামী অর্থবছরে ভ্যাট আদায় ৩০ শতাংশ বাড়বে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ভ্যাটের চাপ বাড়লেও তা দেখার মতো সামর্থ্য মানুষের হয়েছে। এবারের বাজেট তার উত্থাপিত পূর্ববর্তী ১১টা বাজেটের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হবে বলেও মন্তব্য করে তিনি জানান, চলতি ২০১৬-১৭ অর্থবছরেই প্রবৃদ্ধি ৭ দশমিক ২ অর্জন হবে.