একে কুদরত পাশা-
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালোদা জিয়ার সাথে স্বাক্ষাত করেছেন সানুমগঞ্জ-১ আসনের সাবেক এমপি নজির হোসেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত তিনি বেগম খালোদা জিয়ার সাথে দেশের রাজনীতি অর্থনীতি এবং আগামী দিনে দলীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
দক্ষ সংগঠক ও তাত্ত্বিক নেতা হিসাবে পরিচিত নজির হোসেন বিএনপিতে সক্রিয় হতে না পারলেও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই গত কয়েক বছর কাটিয়েছেন। নির্বাচনী এলাকার বিএনপির অনেক নেতা-কর্মীদের সঙ্গেও নজির হোসেনের যোগাযোগ ছিল। বিগত উপজেলা পরিষদ নির্বাচন ও ইউপি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে সব কিছুতেই নজির হোসেন কলকাঠি নেড়েছেন বলে দলে আলোচনা রয়েছে।
২০১৪ সালের ১৬ এপ্রিল জেলা বিএনপি, ১১ উপজেলা, থানা ও পৌর বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে প্রথম সদস্য করে আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে যারা নেপথ্যে কাজ করেছেন, এদের মধ্যে নজির হোসেনও ছিলেন বলে বিএনপিতেই আলোচনা রয়েছে। নজির হোসেন জানান, নেত্রীর সাথে দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের রাজনীতি, অর্থনীতি এবং বর্তমান রাজনীতি নিয়ে আলেচনা হয়েছে। নেত্রী দলীয়কাজ করতে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সুনামগঞ্জের বিএনপিকে শক্তিশালী করতে প্রদক্ষেপ গ্রহন করতেও বলেছেন। নেত্রীর কথামতো এখন দলের কাজে নিজকে নিয়োজিত করবো। আশা করছি নেতাকর্মীর এতোদিনের অপেক্ষার অবসান হয়েছে।নজির হোসেন দেশনেত্রী বেগম খালোদা জিয়ার সাথে স্বাক্ষাত করেছেন এ আলোচনা সুনামগঞ্জের সর্বমহলে সন্ধ্যাথেকে আলোচনার বিষয় হয়ে উঠে। দলীয় নেতা কর্মীরা একে অন্যকে ফোনে এ খবরটি জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn