গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রেনচালক শরীফ হোসেন নিহত  হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত পৌণে ২টার দিকে ওই এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) এসএম রকিবুল হক জানান, ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের বক্তারপুর এলাকায় একটি অবৈধ রেলক্রসিংয়ে এসে একটি ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এসময় লালমনিরহাটগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি ট্রাকের কাছাকাছি পৌঁছালে চালক ও হেলপার ট্রাক থেকে নেমে পালিয়ে যায়। এসময় ট্রেনটি ট্রাকের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই ট্রেনের চালক শরীফ হোসেন মারা যান। নিহত ট্রেনচালকের লাশ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ট্রেনের ধাক্কায় ট্রেন লাইনের পাশে ছিটকে পড়া ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। তবে ট্রেনটি লাইনচ্যুত হয়নি। ট্রেনের কোনো যাত্রী আহত হননি। রাতে ট্রেন চলচল বন্ধ থাকলেও সকাল ৭টা থেকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn