গাজীপুরের কালীগঞ্জে বিল্লাল ওরফে বিলু হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।  সোমবার (২৩ এপ্রিল) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।  গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ইশ্বরপুর গ্রামে ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর বিল্লাল হোসেন খুন হয়। এ ঘটনায় ওই সময় তার ভাই মো. জালাল উদ্দিন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানির পর সোমবার দুপুরে ওই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ১৩ জন আসামীকেই মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য ৬ জন পলাতক রয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন ফালান, কাদির, ছাদির আলী, কালাম, বাজিত, আজিজ, ওসমান, আ. ছামাদ, হুমায়ুন, রুস্তম, ফারুক, মানিক, আলম। তাদের সকলের বাড়ি কালীগঞ্জের বাহাদুর শাদী এলাকায়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn