ঢাকা: গুগল লোকাল গাইডস গুগলের একটি পরিসেবা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুগল লোকাল গাইডস তাদের সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক, টুইটার, গুগল প্লাস, ইউটিউব ও লোকাল গাইডস কানেক্টে) বাংলাদেশের সুমাইয়া জাফরিন চৌধুরীর ছবি স্থান পেয়েছে। এছাড়া গুগল লোকাল গাইডস সুমাইয়া জাফরিন চৌধুরীর ওপর তাদের অফিসিয়াল সাইটে একটি আর্টিকেল প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়, সুমাইয়া জাফরিন চৌধুরী সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা। একজন সমাজকর্মী হিসেবে জাফরিন- তার চেয়ে কম ভাগ্যবান যারা, বিশেষ করে নারীদের সাহায্য করতে উত্সাহী। তিনি নারীদের স্বাধীনতা, সাম্য ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন নারীদের প্রযুক্তি, বাণিজ্য ও উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। তিনি একজন গুগল লোকাল গাইডস হিসেবে গুগল ম্যাপে অবদান রাখতে ভালবাসেন। তিনি গুগল ম্যাপের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে চান।

গুগল লোকাল গাইডসের শুরু থেকে কাজ করছেন জাফরিন। তিনি ২০১৬ সালের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত প্রথম লোকাল গাইডস সম্মেলনের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হন। প্রসঙ্গত, এই সম্মেলনের জন্য সারা বিশ্ব থেকে ৭৫ জন টপ লোকাল গাইডসকে নির্বাচিত করা হয়। এর মধ্যে নির্বাচিত সারা দিনাজপুর লোকাল গাইডস এর মডারেটর ও ময়মনসিংহ লোকাল গাইডসের একজন কমিউনিটি মডারেটর।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn