ভারতে হিন্দুরা গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে থাকে। বহু রাজ্যেই গরু জবাই করা বেআইনি। গরু জবাইকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। ভারতের গুজরাট রাজ্যে এ বিষয়ে নতুন একটি আইন পাস হয়েছে। এই আইনের আওতায় গরু জবাই করার অপরাধে কারো পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। গরুর মাংস পরিবহন করার অপরাধে ১০ বছরের কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে এই আইনটিতে। এই বিষয়ে ভারতে এখন পর্যন্ত এটাই সবচেয়ে কঠোর আইন। আগামী শনিবার থেকে নতুন আইনটি কার্যকর হবে। নতুন এই আইনে বলা হয়েছে, এই অপরাধে কাউকে গ্রেফতার করা হলে তাকে জামিনও দেওয়া হবে না। এই অপরাধের জন্যে জরিমানারও বিধান রাখা হয়েছে। এই জরিমানা ৫০ হাজার থেকে এক লাখ রুপি। এর আগ পর্যন্ত সাত বছরের কারাদণ্ডের বিধান ছিলো। কিন্তু এখন সেটিকে বাড়িয়ে যাবজ্জীবন করা হলো।

ভারতে হিন্দুরা গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে থাকে। বহু রাজ্যেই গরু জবাই করা বেআইনি। গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্রাণীটি ভারতীয় সংস্কৃতির প্রতীক। তিনি জানান, রাজ্যের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতেই এই আইনটি তৈরি করা হয়েছে। তবে বিরোধী কংগ্রেস দলের একজন রাজনীতিক বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট পাওয়ার জন্যেই ক্ষমতাসীন বিজেপি এই আইনটি পাস করেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn