গোবিন্দগঞ্জে সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরমে
ছাতক :: গোবিন্দগঞ্জ- ছাতক আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় সড়কের বেহাল দশায় চরম জনভোগান্তি দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত হয়েছে। যার ফলে যানবাহন ছাড়া হেটে চলাফেরা করাই দুষ্কর হয়ে পরেছে। বৃদ্ধির পানিতে খানাখন্দ ভরপুর হয়ে মিনি পুকুরের সৃষ্টির হয়। জনগুরুত্বপূর্ণ এই সড়কে অনেক সময় দুরপাল্লার যানবাহনকে বিপাকে পড়তে হয়। সড়ক ও জনপথের আওতাধীন এই সড়কে মাঝেমধ্যে ভাঙ্গা ইটের চুরকি ফেলে এগুলো দুই একদিন পরে আরো জনভোগান্তির কারণ হয়। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকও এই নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। সিএনজি চালক আবুল হাসনাত জানান, এই সড়কটি জনগুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন রুটের প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে। দীর্ঘদিন যাবত মেরামত না করায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত হয়েছে। যার কারণে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। এব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) ছাতক এর উপ-সহকারী প্রকৌশলী রমজান আলী জানান, অতিবৃষ্টির ফলে রাস্তার এই অবস্থা, শীঘ্রই এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।