গ্রীসে প্রথমবারের মতো বাংলাদেশের বাউল সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। দোয়েল সাংস্কৃতিক সংগঠন এথেনস্থ দোয়েল একাডেমীতে প্রথমবারের মত বাংলা সঙ্গীতের প্রাণ বাউল সঙ্গীতের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস সায়লা পারভীন, দূতাবাসের কাউন্সিলর ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। গ্রীস প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ, শিশুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ৩ ঘণ্টাব্যাপী ওই অনুষ্ঠানে দোয়েলের শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। তারা বাউলের সমৃদ্ধ ভাণ্ডার থেকে দর্শক-শ্রোতাদের অনেক গান উপহার দেন। কণ্ঠশিল্পীদের সঙ্গে যন্ত্র শিল্পীদের সুরের মূর্ছনায় দোয়েল একাডেমিতে এক অভাবনীয় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন দোয়েল সাংস্কৃতিক সংগঠনকে এই বিশেষ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতির একটি বিশেষ শাখা হচ্ছে সঙ্গীত, আর লৌক সঙ্গীত বা বাউল সঙ্গীত তার একটি উল্লেখযোগ্য অংশ। সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষ তার আত্মপরিচয়ের সন্ধান পায়। এই চর্চা ক্রমাগত এবং বারংবার করার প্রয়োজন মানুষের চেতনাকে শানিত করার জন্য।’ দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জনাব মো. আব্দুর রাজ্জাক (টিটু) ও সাধারণ সম্পাদক জনাব মো. আব্দুর রহিমসহ দোয়েল সংগঠনের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মো. আরিফুর রহমান আরিফ (সিরাজ), হাজী আহ্ছান উল্লাহ হাসান এবং সাবেক সভাপতি জনাব গোলাম মাওলা, আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন জনাব আঁখি শানু, জনাব আব্দুর রহিম, জনাব শামীম আশরাফ, জনাব  আব্দুল মোতালেব, জনাব আব্দুল কুদ্দুস শিকদার, জনাব রায়হান খান, জনাব মো. শরীফ, জনাব নাজমুল হক, মিসেস ইভা হক, জনাব সাইদুল ইসলাম, জনাব খোকন আলম। মিউজিকে ছিলেন- জনাব স্বপন মিয়া, জনাব মো. হোসেন খান, জনাব সিরাজ শিকদার, জনাব পাভেল রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- জনাব জাহিদুল হক ও জনাব আনাম হক। আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn