ঘরের ভেতরে ঘর বানানো চলবে না : সিলেটে ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের গ্রুপিংবাজ নেতাদের সতর্ক করে দিয়ে বলেন- ঘরের ভেতরে ঘর বানানো চলবে না, মশারির ভেতরে মশারি টানানো যায়না। দলীয় শৃঙ্খলা সকলকে মানতে হবে। দলের ভেতরে কাউয়া ঢুকেছে, এদের তাড়াতে হবে। পেশীজীবী হাইব্রিড নেতাদের দলের প্রয়োজন নাই। আওয়ামী লীগে বিভিন্ন লীগ নাম দিয়ে যারা দোকান খুলেছেন তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন সাইনবোর্ডগুলো নামিয়ে নিতে। কর্মীদের তিনি নির্দেশ দেন- এদেরকে ধরে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করতে। সিলেটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের সভাপতিত্বে বুধবার (২২ মার্চ) অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে বক্তব্য রাখেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান।
সিলেটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান, জাতীয় সংসদের হুইপ সাহাব উদ্দিন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ ইমরান আহমদ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ কয়েস, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, অ্যাড. শাহানা রব্বানী, সিলেট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুট, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, হবিগঞ্জে জেলা পরিষদের প্রশাসক ডা. মুশফিক আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানসহ সিলেট বিভাগের সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক; ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ।