চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লাকী আখন্দ
বাংলা গানের কিংবদন্তি শিল্পী ও সুরকার লাকী আখন্দ আর নেই। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাজধানীর মিডফোর্ড হাসপাতালে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান সঙ্গীতজ্ঞ (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিলো ৬১ বছর। লাকী আখন্দের মৃত্যুর খবর পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু। তিনি বলেন, সন্ধ্যা ৬টায় চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেন। এখন বাসায় নিয়ে আসা হয়েছে তার মরদেহ। শাহবাগের বারডেম হাসপাতালের হিমঘরে আজ রাত তার মরদেহ রাখা হবে। শনিবার (২২ এপ্রিল) সকাল ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে পুরান ঢাকার আরামানিটোলা মাঠে।
এদিকে, লাকী আখন্দ যেহেতু একজন কিংবদন্তি শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা, তাই তার প্রতি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে তার মরদেহ রাখা হতে পারে। এছাড়া বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন হবে কি না এ বিষয়েও নিশ্চয়তা পাওয়া যায়নি এখনো। তবে বুদ্ধিজীবী কবরস্থানে না হলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান টিংকু।
বিগত আড়াই মাস ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লাকী আখন্দ। কিছুটা শারীরিক উন্নতির সুবাদে গত সপ্তাহেই বাসায় ফিরেছিলেন। তবে শুক্রবার (২১ এপ্রিল) দুপুর নাগাদ তার শরীরের অবনতি ঘটে। দ্রুত নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। সেখানে সন্ধ্যা ছ’টা নাগাদ কর্তব্যরত চিকিৎসক লাকী আখন্দকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, অনেক দিন ধরেই মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন গুণী এই সংগীতজ্ঞ। টানা ছয় মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে গত বছরের ২৫ মার্চ দেশে ফিরেছিলেন তিনি। তারপর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা করানো হয়।