ঢাকা: শুধু চিন্তা করে কিংবা স্পর্শ করেই মানুষ একে অন্যের সঙ্গে যোগাযোগ করবে? পরস্পরের সঙ্গে যোগাযোগের এখনকার মতো লেখালেখি কিংবা কথা বলার প্রয়োজনই হবে না? মানুষের মস্তিষ্ক পড়তে সক্ষম কিংবা স্পর্শ বুঝতে সক্ষম প্রযুক্তি নিয়ে আসবে ফেসবুক।ক্যালিফোর্নিয়ায় সফটওয়্যার নির্মাতাদের এক সম্মেলনে তেমনটিই ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটি।  ৬০ জন গবেষকদের একটি দল এ নিয়ে কাজও শুরু করে দিয়েছে। তারা মূলত চেষ্টা করছে মানুষের মস্তিষ্ক পড়তে সক্ষম হবে এমন প্রযুক্তি উদ্ভাবনের। কোম্পানিটি বলছে মস্তিষ্ক নিয়ন্ত্রিত কম্পিউটার যোগাযোগই একসময় সাধারণ যোগাযোগ মাধ্যমে পরিণত হবে। আর এ প্রযুক্তির মাধ্যমে বিশেষ ভাবে উপকৃত হবে যারা দৃষ্টি শক্তিহীন তারা। তখন তারা টাইপ না করেই লিখতে পারবে, এমনটি অন্যের কাছে পাঠাতে পারবে। -বিবিসি

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn