চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০০
বেজিং: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বড় ধরনের ভূমিকম্পে অন্তত ১০০ মানুষ নিহত ও কয়েক হাজার আহত হয়েছে। চীনের দুর্যোগ বিষয়ক জাতীয় কমিশন এ খবর দিয়েছে। মঙ্গলবার শেষ বেলায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৫ এবং এতে এক লাখে ৩০ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। প্রাথমিক বিশ্লেষণে এসব তথ্য দেয়া হয়েছে। সিচুয়ান প্রদেশের দুর্গম অঞ্চলে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ২০০৮ সালে যে স্থানে ভয়াবহ ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ মারা গিয়েছিল তার থেকে এবারের ভূমিকম্পের স্থান খুব একটা দূরে নয়। মঙ্গলবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রাদেশিক রাজধানী চেংদু থেকে ২৮৪ কিলোমিটার উত্তরে। চীনে প্রায় নিয়মিতই ভূমিকম্প হয়ে থাকে বিশেষ করে দেশটির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা মাঝেমধ্যেই ভূমিকম্পের শিকার হয়।