চোখে’র ভালোবাসা০০০০
তন্দ্রা রয় (ফেসবুক স্ট্যাটাস থেকে)।।
বহু বহুদিন পর হঠাৎ রাস্তায় আজ ডাকপিয়ন দেখলাম, হাতে নানা রংএর খাম… মনটা কেমন করে উঠলো… মনে পড়ে গেলো কোন একটা সময় প্রতিদিন তার প্রতীক্ষায় থাকতাম… সপ্তাহে একদিন___ কখনো কখনো দুদিন তার দেখা মিলতো… কতো প্রিয় ছিলো সেই মুখ… দেখলেই মনটা খুশিতে নেচে উঠতো ঝুমুর তেতালে.. অনেকক্ষন হাতে নিয়ে বসে থাকতাম… গন্ধ শুকতাম… খুলতাম না সহজে, রহস্য ফুরিয়ে যাবার ভয়ে…তারপর একসময় খুব যত্নে এন্টিকাটার দিয়ে নিখুঁতভাবে কাটতাম সেটা…ভাবটা এমন বেশি কাটলে ব্যাথা পাবে চিঠির প্রেরক… প্রতিটা অক্ষর ছিলো জীবন্ত.. তার স্পর্শ… তার গন্ধ টের পেতাম হাজার হাজার মাইল দুরে থেকেই… কত যত্ন নিয়ে তার প্রতিউত্তর লিখতাম… আহা__ এখনো চিঠি লিখি কখনো কখনো আকাশের ঠিকানায়… সেই চিঠি বাস্প হয় উড়ে যায় আকাশে… মেঘ হয়… অতঃপর আবার বৃষ্টি হয়ে নামে আমার চোখে ভালোবাসায়♥♥