ছাতকের গোবিন্দগঞ্জ কলেজ শিক্ষকদের দু’ঘন্টা অবস্থান কর্মসূচি পালন: ক্লাস বর্জন প্রত্যাহার
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ
ছাতকের গোবিন্দগঞ্জ অনার্স কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে শুরু হওয়া ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষক ও কিছু শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার ঘটনায় কর্মসূচি পালন করা হয়েছে। পূর্বের ঘোষণা অনুয়ায়ি সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় কলেজ শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষিকারা। এদিকে কলেজ গভনিং বডির সদস্য ও এলাকাবাসীর উদ্যোগে তাৎক্ষনিক এ বিষয়টি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি এডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, মাস্টার মাফিজ আলী, মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আবুল লেইছ কাহার, আশিকুর রহমান আশিক, ফরুক আহমদ, ফারুক সরকুম, আলকাছ আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকে মুরব্বিদের অনুরোধে শিক্ষকদের দেয়া ক্লাস বর্জন প্রত্যাহার করে নেয়া হয়। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিক স্থানীয় সাংবাদিকদের জানান, কলেজ গভনিং বডির সদস্য ও এলাকার গন্যমান্য মুরবিবদের অনুরোধে শিক্ষকদের দেয়া ক্লাস বর্জন প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং আজ মঙ্গলবার থেকে নিয়মিত পাঠদান দেয়া হবে। তিনি আরো বলেন, ছাত্রনামধারী কতিপয় দূষ্কৃতিকারি দ্বারা কলেজের শিক্ষার পরিবেশ বিঘিœত হওয়ার কারণে এবং শিক্ষকদের প্রতি অসৌজন্য মূলক আচরনের প্রতিবাদে ক্লাস বর্জন ও সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দু’ঘন্টা ব্যাপী শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। বৈঠকে সিদ্ধান্তের ব্যাপারে গভনিং বডির সদস্য বিশিষ্ট সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ জানান, শিক্ষকদের ক্লাস বর্জন প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য উপস্থিত এলাকার মুরব্বিরা কলেজ গভনিং বডির নেতৃবৃন্দকে দায়িত্ব দেয়া হয়েছে। অপর দিকে শিক্ষার্থীরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের প্রথম দিন অতিবাহিত করেছে। তাদের দাবি মানা না হলে আজ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারি শিক্ষার্থীরা।