অটো-টেম্পু শ্রমিক ইউনিয়নের মানববন্ধন পালিত

ছাতকে যানবাহন চালক শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন ২০১৭ইং বাতিলের দাবিতে রোববার (২৩এপ্রিল) দুপুরে সুনামগঞ্জজেলা অটো টেম্পু, অটো রিকশা, বেবীটেক্সী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঢাকাস্থ বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবীটেক্সী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১৬৯৩) এর সভাপতি আপ্তাব উদ্দিন, সেক্রেটারি ইজ্জাদ আলী, সহ-সভাপতি ইদ্রিছ আলী, সাংগঠনিক সম্পাদক মটুক মিয়া, কোষাধ্যক্ষ সুহেল আহমদ, প্রচার সম্পাদক হাসির মিয়া, সাবেক সেক্রেটারি জমসেদ আলী, সাবেক কোষাধ্যক্ষ নানু মিয়া, শ্রমিক নেতা সাহেব আলীসহ বিভিন্নশাখার নেতৃবৃন্দ। মানববন্ধন চলাকালে চালক শ্রমিকদের স্বার্থবিরোধী আইন ২০১৭ইং বাতিলের জোর দাবি জানান।

 জোড়াপানি মাদরাসার দু’ছাত্রের কৃতিত্ব

ছাতকের নোয়ারাই ইউপির জোড়াপানি এবতেদায়ী মাদরাসা থেকে ২০১৬সালে এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে মোহাম্মদ হযরত আলী ও মোহাম্মদ মাহিদুল ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। উপজেলার মধ্যে সর্বোচ্চ মেধা তালিকায় ৩য় স্থান অধিকারী হযরত আলী জোড়াপানি গ্রামের আবুল কাসেমও গৃহিনী রুফিয়া বেগমের ২য় পুত্র এবং মাহিদুল ইসলাম একই গ্রামের মখলিছুর রহমানও গৃহিনী জাহানারা বেগমের ১ম পুত্র। তাদের এ কৃতিত্বপুর্ণ ফলাফলের জন্যে পিতা-মাতাও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। নিজের ভবিষ্যত উজ্জল কামনায় তারা সকলের কাছে দোয়া প্রার্থী।

সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গনে ২০হাজার লোকের সড়ক যোগাযোগ বন্ধ

ছাতকে দু’উপজেলার প্রায় ২০সহস্রাধিক লোকের যাতায়াত ব্যবস্থার সর্বশেষ অবলম্বনটুকুও সুরমার ভয়াবহ ভাঙ্গনে তলিয়ে গেছে। ছাতক-মুক্তিরগাঁও-শিমুলতলা-পীরপুর সড়ক দিয়ে ছাতক ও কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের লোকজন যাতায়াত করেন। কিন্তু ২০১৬সালের ২০আগষ্ট থেকে প্রায় ৭কিলোমিটার রাস্তার মুক্তিরগাঁও এলাকায় পাকা সড়কটি নদী ভাঙ্গনে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে কোম্পানীগঞ্জের তেলিখালও ইছাকলস ইউনিয়নসহ ছাতকের কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও আটগ্রামের প্রায় ২০সহস্রাধিক লোক যাতায়াতের ক্ষেত্রে চরম দূর্ভোগে পড়েন। এরপর যানবাহন ছাড়াই সহস্রাধিক বালু ভর্তি বস্তা ফেলে পায়ে হেঁেট চলাচলের ব্যবস্থা করা হয়। কিন্তু এলাকাবাসির উদ্যোগে দেয়া এসব বালু ভর্তি বস্তা অল্প দিনেই সড়কের পাকা স্ল্যাব, বসতবা, বাঁশ ঝাড়সহ প্রায় ৫শ’ফুট নীচে তলিয়ে যায়। পরে ভাঙ্গন কবলিত এলাকায় দেয়া হয় বাঁশের ব্রিজ। কিন্তু এটিও গত ২২এপ্রিল পানির নীচে তলিয়ে গেছে। ফলে এলাকাবাাসির সর্বশেষ অবলম্বনটুকুও পানিতে তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। স্কুল কলেজ ও মাদরাসাগামি ছাত্রছাত্রীদের লেখাপড়া এখন বন্ধের উপক্রম হয়ে পড়ে। শুধু সড়ক নয় সুরমা নদীর ভাঙ্গনে তলিয়ে গেছে মুক্তিরগাঁও, শিমুলতলা, হরিশপুর, পীরপুর, গৌরীপুর, রামপুর, সিকন্দরপুর, উজিরপুর, নূরুল্লাপুরসহ বিভিন্ন গ্রামের প্রায় ৫শতাধিক বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্টান। আরো নদী ভাঙ্গনের আশংকায় প্রহর গুনছেন আরো অসংখ্য পরিবার। এসড়কে মুক্তিরগাঁও, শিমুলতলা, হরিশপুর, রংপুর, নানশ্রী, পীরপুর, গৌরীপুরও মিত্রগাঁওসহ দু’উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন যাতায়াত করছেন। এব্যাপারে কালারুকা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিরগাঁও নিবাসী নজরুল হক, সাবেক মেম্বার নূরুল হক, আব্দুল মতিন, আরশ আলী, নূরুল ইসলাম, বর্তমান মেম্বার ফজলু মিয়া, আব্দুল মুকিত, সদস্য ফুলেছা বেগম, ব্যবসায়ি মনোহর আলী, সাজিদুর রহমান, আরব আলী,  ভূতু দাস, জওহর লাল দাস, সফিক মিয়া, আব্দুস সালামসহ এলাকার গন্যমান্য লোকজন জানান, তাদের সর্বশেষ অবলম্বনও টুকুও এখন ভেস্তে যেতে বসেছে।ফলে এখন থেকে পাঁেয় হেটেও চলাচল করা যাচ্ছেনা। 

প্রবাসি মকবুল আহমদের উদ্যোগে ৭টি স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ

ছাতকের কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামে হাজি ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া এবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে প্রবাসি মকবুল আহমদের আর্থিক সহযোগিতায়ও কালারুকা ইউনিয়ন নাগরিক পরিষদের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। আহমেদ সফিরের সভাপতিত্বে ও ইমাদ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট রেজাউল করিম তালুকদার। বক্তব্য রাখেন, মিজানুর রহমান, মাওলানা আরিফুল হক ইদ্রিস, আমির উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ লায়েক আহমদ, শিক্ষক খোকন আহমদ, খছরুজ্জামান, শিক্ষিকা শিল্পী বেগম, ইয়াসমিন বেগম, হাফেজ আবদুল মুকিত, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ আবুল খয়ের, মামুন আহমদ, শফিক মিয়া, গোলাম রব্বানী, শাহেদ আহমদ প্রমুখ। এসময় ৩টি ওয়ার্ডের ৭টি স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn