ছাতক :: পবিত্র রমজান মাসে যেন আপনার প্রতিবেশী অভুক্ত অবস্থায় যেন রোজা না রাখে ও প্রতিবেশীর ঘরে খাবার আছে কিনা খোঁজ রাখার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, করোনার মহামারিতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে কর্মহীন অসহায় মানুষদের ঘরে। খেয়ে না খেয়ে দিন পার করছেন এসব মানুষ। পবিত্র রমজান মাসে অনেকেই না খেয়ে রোজা রাখছেন যা অতীব কষ্টকর। আমাদের দায়িত্ব তাদের খোজ রাখা। আমাদের সবার সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করা। রবিবার (১০ মে) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাড়া দিয়ে দ্বিতীয় দফায় উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির শুরুতেই প্রথম দফায় ছাতক-দোয়ারাবাজারের ২২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০ হাজার কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় শনিবার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ৩টি ওয়ার্ডে কয়েক শতাধিক মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন এবং রবিবার আরও কয়েকটি ওয়ার্ডের কয়েক শতাধিক মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn