ছাতকে অগ্নিকান্ডে ৮ লাখ টাকার মালামাল ভূস্মিভূত
ছাতক:: ছাতক উপজেরায় ভয়াবহ অগ্নিকান্ডে গোয়ালঘরসহ ৬টি গরু পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় মালামালসহ ৮ লাখের অধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। দু’ব্যক্তিসহ গোয়াল ঘরে থাকা আরো ৬টি গরু আহত হয়েছে। শনিবার গভীর রাতে জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও (মাঝহাটি) গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার গভির রাতে আব্দুল মনাফের পুত্র তোতা মিয়ার খরেরঘরে আগুনের সুত্রপাত ঘটে অগ্নিকান্ডের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে গোয়াল ঘর, খড়ের ঘরসহ কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় প্রায় দু’ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন নেভানোর চেষ্ঠাকালে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন খান ও কাজের লোক কেরামত আলী আহত হয়। তোতা মিয়া জানান, শত্রুতা বসত কেউ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ৬টি গরু, গোয়ালঘর, খড়ের ঘর ও মালামাল পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। রোববার সকালে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।