মাহবুব-আলম-

ছাতকে ধারণ বাজার আঞ্চলিক আওয়ামীলীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্দোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মতিন ও মইনুল হকের যৌথ সঞ্চালনায় উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওমীলীগ নেতা আলহাজ্ব আরজক আলীর সভাপতিত্বে ইফতার পুর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন‚ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ‚ উপজেলা আওয়ামী লীগ নেতা গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী‚ সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন‚ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর খুরমা ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক এডঃ শামছুর রহমান‚ উত্তর খুরমা ইউপি আ’লীগের সহ সভাপতি নজরুল ইসলাম সুন্দর ‚দক্ষিণ খুরমা ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক‚ সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়‚ ছাতক উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামীম আহমদ‚ উপজেলা যুবলীগ নেতা আবু সামা রাসেল‚ উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা সাকের রহমান বাবুল‚ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মওদুদ আহমদ‚ সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মোঃ আব্দুল গফফার‚ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কৃপেশ চন্দ‚ গোবিন্দগঞ্জ আং হক স্মৃতি কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ উপস্থিত ছিলেন আ’লীগ নেতা জিল্লুল হক‚ সিরাই মেম্বার‚ ফিরোজ আলী মেম্বার‚ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব সামন্ত‚ উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কবির আহমদ‚ আব্দুল আলীম‚ ছাত্রলীগ নেতা এবিএম পলাশ‚ বদরুল আলম‚ রাজীব আহমদ‚ সুমন আহমদ‚ শায়েস্তা তালুকদার‚ হাবিবুর রহমান বাবলু‚ কামরান আহমদ‚ মুস্তাকিম‚ সাগর আহমদ‚ জামিল আহমদ‚ শাফী চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন তার বক্তব্যে ছাতক দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহামান মানিক এমপির নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এখন থেকে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উন্নয়নের সচিত্র তুলে ধরতে ও মাঠে কাজ করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn