ছাতক প্রতিনিধি-

ছাতকের সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোঃ শাহেলকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নবাসীর উদ্দোগে মিছিলটি করা হয়েছে। জানা যায় গত ১০ আগস্ট ছাতক উপজেলা পরিষদ চত্বরে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ ও নেতৃবৃন্দের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় সিংচাপইড় ইউপি চেয়ারম্যানকে আসামি করে দ্রুত বিচার আইনে ছাতক থানায় একটি মামলা করা হয়েছে। এরই প্রেক্ষিতে আবুল খয়ের নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর খুরমা ইউপির সাবেক চেয়ারম্যান আরজক আলীর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হকের সঞ্চালনায় বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন ইউপি আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফজর উদ্দিন‚ সহ সভাপতি নজরুল ইসলাম‚ মজুমদার আলী মখন‚ আফতাব উদ্দিন‚ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন‚ সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আবু সামা রাসেল‚ সাকের রহমান বাবুল‚ যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ সেবুল‚ আব্দুল আলীম সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ‚ উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন‚ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আঙ্গুর আলম‚ সহ-সম্পাদক নুরুজ্জামান মনি‚ উপ ক্রীড়া সম্পাদক ছায়াদুর রহমান ছায়াদ‚ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ উত্তর খুরমা ইউপি সেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম আহমদ‚ সহ-সভাপতি জমিরুল হক‚ আং মতিন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম বাবুল। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা লিটন আহমদ‚ মাছুম আহমদ‚ রহিম উদ্দিন‚ সাইফুল ইসলাম‚ শামীম আহমদ সেচ্ছাসেবকলীগ নেতা খালেদ আহমদ‚ রাসেল আহমদ‚ জুবায়েল আহমদ ছাত্রলীগ নেতা রাজীব আহমদ‚ লুতফুর রহমান লিটন‚ মোতাহার হুসেন সুমন‚ জাকারিয়া ইবনে আমিন জিকু‚ জাহাঙ্গীর আলম‚ কাওসার তালুকদার‚ তাজুদ আহমদ‚ আবদাল আহমদ‚ মুস্তাকিম আহমদ‚ সাগর আহমদ‚ জামিল আহমদ‚ শাফি চৌঃ আহাদ মিয়া প্রমুখ। প্রসঙ্গত সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের বিরুদ্ধে ইতিমধ্যেই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ ৯ জন ইউপি চেয়ারম্যান প্রশাসনের বিভিন্ন বিভাগে অভিযোগ ও স্মারকলিপি প্রদান করেছেন। এসব অভিযোগ থেকে জানা যায়‚ ইউপি চেয়ারম্যান সাহেল ছাতক পৌর মেয়র আবুল কালামের ভাগিনা পরিচয় দিয়ে সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করতেছেন। প্রতিটি মাসিক সভায় অশালীন বক্তব্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি দামকি দিয়ে পরিষদের পরিবেশ নষ্ট করে চলছেন। তার এহেন কার্যকলাপ থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসনের ১২ জন কর্মকর্তা সেচ্ছায় বদলি হয়ে অনত্র চলে গেছেন। এব্যাপারে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ বলেন‚ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি’র উপর হামলা সহ ২০০০ সালের ১৬ আগস্ট সাহেলের নেতৃত্বে খুরমা উচ্চ বিদ্যালয়ে হত্যার উদ্দেশ্যে সাংসদ মানিকের উপর গুলি হয়েছিল। সিংচাপইড় ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালিক ঐ সময় গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়ে যান। গুলি করার মূল আসামী ছিল সাহাব উদ্দিন সাহেল। ১৯৯৯ সালে সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু’র বাবলু রেস্ট হাউস ভাংচুরের মামলার আসামী সে। সিংচাপইড়সহ ঐ এলাকায় শাহীন, আব্দুস সালাম ও সাহেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী রয়েছে। ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn