ছাতকে ইসলামপুর সংস্থার শিক্ষার মানোন্নয়নে কিছু উদ্যোগ সহ অন্য খবর
হেলাল আহমদ-
ছাতকে ইসলামপুর সংস্থার শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমি উদ্যোগ ছাতকে শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে ইসলামপুর ইউনিয়ন যুব ও সমাজ কল্যাণ সংস্থা। লেখাপড়ার মানোন্নয়নে ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখা-পড়ায় উৎসাহীত করতে গরিব ও মেধাবীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন বৃত্তিমূলক প্রকল্প গ্রহন করেছেন। এ লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ইউনিয়নে সার্বিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শনিবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর ইউনিয়ন যুব ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা আকিক হোসাইনের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ি হাজি ইছহাক আলী। সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল হকের পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, সংস্থার সাবেক সভাপতি এনায়েতুল হক-কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক ফজলু মিয়া, সহ-সভাপতি লিলু মিয়া, মকবুল হোসেন, সদস্য হাজি বদরুল ইসলাম, মাওলানা দ্বীন মোহাম্মদ, নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোবিন্দ দাস, গনেশপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজিদুর রহমান, প্রধান শিক্ষিকা সফিকুন নাহার, ইসলামপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিঠির সভাপতি বাবুল মিয়া মেম্বার, কুচবাড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমি বেগম, সংস্থার অর্থ সম্পাদক জহির আহমদ প্রমূখ। সভায় ৫টি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের মধ্যে আগামি অক্টোবর মাসের শেষের দিকে ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরিক্ষা গ্রহণ, গরিব শিক্ষার্থীদের ফ্রি কোচিং, হতদরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে বই-পত্রসহ শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়। এছাড়া ব্যবসায়ি ইছহাক আলী ব্যক্তিগত তহবিল থেকে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীর ১,২ ও ৩নং শিক্ষার্থীকে প্রতি বছর উৎসাহ মূলক বৃত্তি প্রদানের ঘোষণা দেন। সমাপনী বক্তব্যে সংস্থার সভাপতি মাওলানা আকিক হোসাইন শিক্ষার মানোন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ অব্যাহত
হেলাল আহমদ-
ছাতক ইসলামী ব্যাংকের বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র ৫শতাধিক পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। রোববার দিনব্যাপী ব্যাংক কার্যালয়ে জনপ্রতি নগদ ৫শ’টাকাসহ মোট দেড়হাজার টাকা মূল্যের মালামাল বিতরণ করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ছাতক শাখা প্রধান মো. দুলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইলাম, ছাতক ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার তাজুল ইসলাম, সুজাউল কবির, এসিস্ট্যান্ট অফিসার শুয়াইবুর রহমান, ব্যাংক কর্মকর্তাসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। ##
দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১৫
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫জন আহত হয়েছে। আহতদের স্থানীয় কৈতক ও ধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার উপজেলার সৈদেরগাঁও ইউপির বড়সৈদেরগাঁও গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কাচা মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে সাদিকুর রহমানে স্ত্রী সাহেদা বেগম (৩০)কে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। এনিয়ে জাহাঙ্গীর আলম ও কাঁচা মিয়ার লোকজনের কথাকাটাকাটি থেকে দু’পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাখায়াত, সাদিকুল, স্কুল ছাত্রী জামিলা, হোসনে আরা বেগম, সাহেদা বেগম, শামীম আহমদ, শায়েক মিয়া, সাজ্জাদুর রহমান, চন্দন মিয়া, ছমির, কামরান, মাসুক মিয়াসহ প্রায় ১৫জন লোক আহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল হাই জানান উভয়ের মধ্যে নারী ঘটিত বিষয় নিয়ে সংঘর্ষ বাঁধে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। ##