ছাতকে পাহাড়ি ঢলের পানিতে ফসল হারা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য খোলা বাজারে চাল বিক্রির জন্য প্রকৃত ডিলাররা চাল বরাদ্দ না-পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৪ মে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় হতে ওপেন মার্কেট সেল (ওএমএস) চাল বিক্রি কর্মসূচি শুরু হলেও উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ওএমএস ডিলার সিরাজ মিয়া ও আব্দুল হামিদ এবং চরমহল্লা ইউনিয়নের ফয়জুল ইসলামের নামে কোনো চাল বরাদ্দ না-পাওয়ায় ৩ ডিলার হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। প্রতিদিন এসব ডিলারদের কাছে অসহায় মানুষ এসে খালি হাতে ফিরছে। প্রকৃত ডিলার হয়েও চাল বরাদ্দ না পাওয়ায় ডিলারগন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  চরমহল্লা ইউনিয়নের ওএমএস ডিলার ফয়জুল ইসলাম জানান- প্রতি ইউনিয়নে ৩ টন করে চাল বরাদ্দ হলেও আমি প্রকৃত লাইসেন্সধারী হয়েও কোনো চাল বরাদ্দ পাই নাই।  এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহাব উদ্দিন জানান- ফয়জুল ইসলামের বাড়ি শহরের মÐলীভোগ থাকায় তার নামে চরমহল্লা ইউনিয়নের চাল বরাদ্দ দেয়া হয়নি। বাকি দু’জন ডিলারকে আগামী বরাদ্দে চাল দেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লাহ খাঁন জানান- এ ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য বিধি মোতবেক খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে বলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn