করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে কঠোর লকডাউন চলছে। এই লকডািউনে সব ধরণের জনসমাগম এমনকি ঘর থেকে বের হওয়াও নিষেধ। অথচ এমন কড়াকড়ির মধ্যেই সুনামগঞ্জের ছাতকে বিয়ের আয়োজন করা হয়েছে। তবে প্রশাসনের অভিযানে ভেস্তে যায় সে বিয়ের আয়োজন। উল্টো গুণতে হয় জরিমানা। লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (০২জুলাই) দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে জহুরা কমিউনিটি সেন্টারে এ জরিমানা করা হয়। সেন্টারের মালিক আব্দুস সালামকে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপস শীল। এসময় বর-কনের পক্ষ থেকে মুচলেকা নেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের সময় থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn