ছাতকে জলমহাল শুকিয়ে মৎস্য আহরণ,বোরো চাষাবাদে ক্ষতি
গত ২৪ জানুয়ারী পাগনার পাড় গ্রামের আসক আলীর পুত্র কৃষক মনির উদ্দিনসহ ৩৬ জন কৃষক স্বাক্ষরিত দায়েরী অভিযোগ থেকে জানা যায়, সোনারতরী মৎস্য সমবায় সমিতির নামে লিজ নেয়া পাগনার পাড় জলমহাল সম্প্রতি পাম্প দিয়ে পানি শুকিয়ে মৎস্য আহরণ করা হয়। ২০০৯ সালের জলমহাল নীতিমালা ভঙ্গ করে জলাশয় শুকিয়ে মৎস্য আহরণ করায় জলমহাল সংলগ্ন অন্তত: ২শ’ কেদার বোরো জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকায় পড়েছে। সেচের অভাবে এসব বোরো জমি চাষাবাদ নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষক। ইতিমধ্যে ১শ’ কেদার জমিতে বোরো চাষ করা হলেও পানি সেচের সংকট সৃষ্টি হয়েছে এসব জমিতে। আরো ১শ’ কেদার জমি পর্যাপ্ত পানি সেচের অভাবে চাষাবাদ করা যাচ্ছে না। এতে বিল পারের কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিষয়টির আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন কৃষকরা।