ছাতকে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
bartaadmin
আগস্ট ৯, ২০১৭
ছাতকে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫২০১৭-০৮-০৯T১৬:১১:২২+০০:০০
ছাতক উপজেলা, সর্বশেষ
ছাতকে ভূমি নিয়ে বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ব্যক্তি আহত হয়েছে। বুধবার সকালে দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে এঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ৪জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, দক্ষিণ কুর্র্শি গ্রামের মৃত আছকির আলীর পুত্র সাবেক মেম্বার মনির উদ্দিন ও একই গ্রামের মৃত মনু মিয়ার পুত্র মজলু মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। মঙ্গলবার মজলু মিয়ার লোকজন বিরোধকৃত জায়গায় হালচাষ ও ধানের চারা রোপন করায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে বুধবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধঘন্টাব্যাপী সংঘর্ষে মজলু মিয়া (৪০), জলু মিয়া (৪৫), সমছুল হক (৩৮), ছায়াদ আলী (৩৫), সেলিম আহমদ (৩০), মুতলিব আলী (৭০), হানিফ আলী (৩০), ছাদিক মিয়া (১৮)সহ দু’পক্ষের অন্তত ১৫ব্যক্তি আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত মজলু মিয়া, জলু মিয়া, সমছুল হক ও সেলিম মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সংবাদ টি পড়া হয়েছে :
২২৬ বার