ছাতকে দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে তালামীযের সংবর্ধনা
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর তালামীযের সহ-সভাপতি মাহবুবুর রহমার ফরহাদ, সুনামগনজ জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তাজুল, সুনামগঞ্জ জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, অর্থ সম্পাদক আবদুল মতিন রাজন, ছাতক উপজেলা (উত্তর) তালামীযের সভাপতি তোফায়েল আহমদ মিনার, বিশ্বনাথ উপজেলা (উত্তর) উপজেলা সভাপতি শাহিনুর আমীন, ছাতক উপজেলা (উত্তর) সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাঈম, অফিস সম্পাদক হাফিজ মো. আবদুল বাছিত ও দশঘর রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার নাছির উদ্দিন।
পরে বুরাইয়া কামিল মাদরাসা, বাংলাবাজার উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়, ধারণ উচ্চ বিদ্যালয়, সৎপুর কামিল মাদরাসা, ফতেহপুর কামিল মাদরাসা, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসা, দশঘর দাখিল মাদরাসা, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা, শাহ সুফি মোজ্জাম্মিল আলী (রহ.) দাখিল মাদরাসা, ধারন নতুনবাজার দাখিল মাদরাসা, সিংচাপইড় আলিম মাদরাসা, কালারুকা ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এবার দাখিল ও এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট এবং ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ হেলাল আহমদ ও না’তে রাসুল (সা) পরিবেশন করেন নেছার আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন, দশঘর আঞ্চলিক শাখার সভাপতি জয়নুল হাসান।