ছাতকের পল্লীতে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে লোকমান হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত লোকমান উপজেলার নোয়ারাই ইউনিয়নের উলুরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল হকের পুত্র। এ সংঘর্ষে শিশুসহ আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩০ জন। গুরুতর আহত সেলিম মিয়া মজফর আলী, রহিম আলী, জমির আলীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ মে) বিকেলে নোয়ারাই ইউনিয়নের চানপুর বাজার সংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত লোকমানকে ছাতক সদর হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়- গত রোববার বিকেলে বড়গল্লা গ্রামের মাঠে উলুরগাঁর ও বড়গল্লা গ্রামের ফুটবল দলের মধ্যে খেলা চলাকালে উভয় দলের সমর্থকের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খেলা শেষে দু’গ্রামের সর্মথকের হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল সোমবার বিকেলে বড়গল্লা গ্রামের আব্দুল ওয়াছিদ পক্ষের লোকজনের সাথে উলুরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল হক পক্ষের লোকজনের বাকবিতন্ডা ঘটনা ঘটে। এরই জের ধরে কিছু সময় পরই দেশীয় লাটিসোটা ছুলফি নিয়ে দু’গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষে আহত মতিউর রহমান (৩২), আলাল মিয়া (২২), আব্দুল কাদির (৩০), আব্দুল হান্নান (৪৫), সুহেল মিয়া (২৮), আব্দুল মনাফ (৩১), জয়নাল আবেদীন (২৫), আব্দুস সামাদ (৩৩), সামছু মিয়া (৩৪), সানুর আলী (৩২), কামরুল ইসলামসহ (১০) আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।  নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য জমসিদ আলী জানান- ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান- পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সংঘর্ষের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn