ছাতকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে ৭৫ জন ভুয়া!
ছাতকে মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কার্যক্রম শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ৪৭ জনকে বৈধ ও ৭৫ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সনাক্ত করা হয়েছে। যাচাই-বাছাই কমিটির সকল সদস্যের স্বাক্ষর সম্বলিত একটি তালিকা উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত ২৮ জানুয়ারি ছাতক উপজেলা যাচাই-বাছাই কমিটির মাধ্যমে মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম শুরু হয়।
উপজেলা মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এক সপ্তাহ ধরে চলে যাচাই-বাছাই কার্যক্রম। বাছাই শেষে আবেদনকারী ৭৫ জনকে বাতিল অ-মুক্তিযোদ্ধা ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। সন্দেহের তালিকায় রাখা হয়েছে আবেদনকারী আরো ৩৪ জনকে। ১শ’৫৬ জন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করা হলে দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে ৪৭ জনকে স্বীকৃতি দেয় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি।
যাচাই-বাছাই কমিটির সভাপতি নুরুল আমিন, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, কেন্দ্রিয় কাউন্সিল সদস্য আব্দুল মুসাব্বির, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি আব্দুস সামাদ, জামুকা প্রতিনিধি জীবন কুমার দাস ও সুনামগঞ্জ জেলা কমান্ডের প্রতিনিধি জিতু মিয়া বাছাই কার্যক্রম পরিচালনা করেন।