ছাতকে শীতকালীন সফল সবজি চাষী কৃষক সমরোজ আলী
ছাতকের সফল সবজি চাষী সমরোজ আলীর চলতি শীতকালীন শাক-সবজীর বাম্পার ফলন ঘটিয়েছে। নিয়মিত পরিচর্যা, উন্নতমানের বীজ, আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষনই তাকে বাম্পার ফলনে সহায়তা করেছে বলে তিনি মনে করেন। চলতি বছর অনেক কৃষকই শাক-সবজীর চাষ করে সফলতা পেলেও সমরোজ আলী ফলন হয়েছে ঈর্ষনীয়। বোরো ফসল হারিয়ে এখানের কৃষক-কৃষানীরা আমন ধানের পাশাপাশি রবি শস্য ও শাক-সবজী চাষে আগ্রহী হয়ে উঠেছেন। উপজেলা কৃষি বিভাগ রবি শস্য ও শাক-সবজী চাষাবাদে কৃষকদের পরামর্শে ও প্রশিক্ষণ দিয়েছে। ফলে চলতি মৌসুমে এখানে সবজি চাষ করে অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছেন। সদর ইউনিয়নের সাবেক মেম্বার সবজী চাষী সমরোজ আলী তার প্রায় ৫ একর জমিতে লাউ, টমেটো, মুলা, বেগুন, সীম, ক্ষীরা ও ধনিয়া চাষ করেছেন। আগাম আশানুরূপ ফলন উৎপাদন হওয়ায় তিনি আর্থিকভাবে বেশ লাভবান হয়েছেন। ইতিমধ্যেই লাউ, ক্ষীরাসহ শাক-সবজী বিক্রি করে লক্ষাধিক টাকা উপার্জন করতে সক্ষম হয়েছেন। প্রতিদিনই পাইকারগণ সমরোজ আলীর সবজি বাগান থেকে শাক-সবজী ক্রয় করে বাজারে তুলছেন। এব্যাপারে সমরোজ আলী জানান উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগীতা নিয়ে তিনি সবজি চাষ করে লাভবান হয়েছেন। কৃষি বিভাগের লোকজন সব সময় তার সবজি বাগান তদারকি করেছেন। উন্নত জাতের বীজ ও কৃষি বিভাগের পরামর্শ নেয়ায় তার বাগানে সবজির ফলন বেশী হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক জানান, সবজি চাষে আগ্রহী সকল কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। বীজ-সারসহ কৃষি উপকরণ দিয়ে কৃষি বিভাগ তাদের সহযোগীতা করেছে। কৃষক সমরোজ আলীকেও সবজি চাষে আগ্রহী ও সহযোগীতা করা হয়েছে।