ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সদুখালী-নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নির্মাণ কাজের দেড় বছরের মাথায় নির্মিত ভবনে বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছে।নির্মিত এ ভবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে দাবি করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমিন শাহনুর। বর্তমানে ছাদ দিয়ে অনবরত বৃষ্টির পানি পড়ায় পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে এবং মেঝে থেকে প্লাস্টার উঠে পড়ায় ভবনটি ব্যবহার করা বিপদজনক বলে কর্তৃপক্ষ মনে করছেন।

বিষয়টি তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী বরাবরে ভবন নির্মাণে অনিয়মের কথা উল্লেখ করে পৃথক চিঠি প্রেরণ করেছেন।চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ৭ মার্চ উপজেলা সিংচাপইড় ইউনিয়নের সদুখালী-নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে ছাদে ব্যাপক ত্রুটি পরিলক্ষিত হয়। সেই সময়ই সংস্কার করে ত্রুটি সারানোর জন্য দাবি জানানো হয়েছিল সংশ্লিষ্টদের প্রতি। উদ্বোধনের দেড় বছর অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যত কোন ব্যবস্থা নেয়নি।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমিন শাহনুর জানান, নির্মিত ভবনে ব্যাপক ত্রুটি ধরা পড়েছে। যা পাঠদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য অনেকটাই ঝঁকিপূর্ণ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn